ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ভারী বর্ষণে জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মস্থলগামী মানুষ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের কিছু কিছু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে কর্মস্থলগামী লোকজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে। রোববার (২৭ জুলাই ২০২৫) রাত থেকে বৃষ্টি শুরু হয় এবং সোমবার (২৮ জুলাই ২০২৫) সকালে তা মুষলধারে রূপ নেয়। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ জোয়ার।

জলাবদ্ধতার চিত্র ও পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের আমবাগান কার্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার সকাল ৯টার পর ভারী বর্ষণ হয়েছে।

ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম নগরের জিইসি মোড়, কাপাসগোলা, কাতালগঞ্জ, শুলকবহর, মুরাদপুর, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা এবং হালিশহর আবাসিক এলাকায় পানি জমেছে বলে জানা গেছে। এসব এলাকায় গোড়ালি থেকে হাঁটু পরিমাণ পানি জমে ছিল, যা প্রায় আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আল আমিন জানান, সকালে তেমন পানি না থাকলেও ১০টার দিকে সড়কে পানি জমতে শুরু করে এবং তাকে পানি মাড়িয়ে অফিসে আসতে হয়েছে। আগ্রাবাদ ব্যাংক পাড়া এলাকায়, যেখানে একটি সরকারি কলেজ ও দুটি প্রাইমারি ও উচ্চ বিদ্যালয় রয়েছে, শিক্ষার্থীরা পানি মাড়িয়ে বিদ্যালয়ে গেছে। আরিফ ইসতিয়াক নামে এক ব্যক্তি আগ্রাবাদ এলাকায় কাজে যাওয়ার পথে দেওয়ানহাট এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখেছেন। ব্যাংক কর্মকর্তা আব্দুল হাকিম নগরের আমতল কর্মস্থলে যাওয়ার পথে শুলকবহর ও মুরাদপুরসহ অন্তত তিন জায়গায় পানি জমে থাকতে দেখেছেন।

সিটি কর্পোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা প্রণব কুমার শর্মা বলেছেন, “সকালে ভারী বর্ষণের সঙ্গে উচ্চ জোয়ার হওয়ায় কয়েকটি এলাকায় পানি জমেছিল। আশা করছি অল্প সময়ের মধ্যে নেমে যাবে।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী আরও কয়েকদিন ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে সরকার সাড়ে ১৪ হাজার কোটি টাকার চারটি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে বড় প্রকল্পটির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: