জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। গত রোববার (২৭ জুলাই ২০২৫) মিরপুর-১ এ ঘটে যাওয়া এ ঘটনায় সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগে বলা হয়েছে, তাসকিন আহমেদ ফোন করে সৌরভকে ডেকে নেন এবং সেখানে তাকে শারীরিকভাবে আক্রমণ করেন। কিল-ঘুষি মেরে জখম করার পাশাপাশি তাকে ভয়ভীতি ও হুমকিও দেন** তাসকিন। থানা সূত্রে জানা গেছে, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।
ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে জানান, মিডিয়াতে সকালে বিষয়টি দেখলাম। আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম ভাইও বিষয়টি অবগত হয়েছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। যদি ঘটনাটি সত্য হয়, তাহলে সেটা খুবই দুঃখজনক। জাতীয় দলের একজন আইকন প্লেয়ারের এমন ঘটনায় জড়ানো উচিত নয়। তদন্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না।
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন ৩০ বছর বয়সী এই পেসার। তবে এবার মাঠের বাইরের ঘটনায় ফের আলোচনায় এসেছেন তাসকিন।