বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫' উপলক্ষে গতকাল সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া ভবনের সবুজ চত্বরে একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এই আয়োজনে হেপাটাইটিস রোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, প্রকাশক আবুল কালাম আজাদ এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভ্যাকসিন ডিভিশনের সেলস ম্যানেজার মো. সহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তাদের অভিমত:
শাহেদ মুহাম্মদ আলী তার বক্তব্যে হেপাটাইটিস বি-কে 'নীরব ঘাতক' হিসেবে উল্লেখ করেন এবং এই বিষয়ে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, "গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর প্রচার নয়, সচেতনতা তৈরিও। এ কারণে আমরা এ আয়োজনে যুক্ত হয়েছি। ইনসেপটার প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিষয়ক উদ্যোগে অংশ নিয়েছে।"
আবুল কালাম আজাদ সুস্থতার গুরুত্ব তুলে ধরে বলেন, "সুস্থতা ছাড়া আমরা নিজের জন্য, সমাজের জন্য বা দেশের জন্য কিছু করতে পারি না। গণমাধ্যমের একটি বড় দায়িত্ব হলো মানুষকে সচেতন করা। এই আয়োজনের মাধ্যমে আমরা সেই কাজটা করতে চেয়েছি। ইনসেপটাকে ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য।"
মো. সহিদুল ইসলাম হেপাটাইটিস বি প্রতিরোধের জন্য ভ্যাকসিনের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, "২০০৬ সাল থেকে ইপিআই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে জন্ম নেওয়া প্রায় সব শিশু হেপাটাইটিস বি-এর টিকা পাচ্ছে। ফলে আজকের শিশু-কিশোরদের একটা বড় অংশ এই ভাইরাস থেকে সুরক্ষিত। তবে ২০০৬ সালের আগে যারা জন্মেছেন, তাদের এখন ভ্যাকসিন নেওয়া জরুরি।"
অনুষ্ঠানে সমকালের বিভিন্ন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে হেড অব ইভেন্টস হাসান জাকিরের সঞ্চালনায় হেপাটাইটিস বিষয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ীরা হলেন – জ্যেষ্ঠ সহসম্পাদক শাহেরীন আরাফাত, স্টাফ রিপোর্টার তবিবুর রহমান, মাল্টিমিডিয়া কো-অর্ডিনেটর শাহাদাত হোসেন, সহসম্পাদক আসিফ মাহমুদ এবং আশিকা নিগার।