২০৫০ সালের মধ্যে বিশ্বের ৭০% বিদ্যুৎ শূন্য-কার্বন উৎস থেকে, দক্ষিণ এশিয়ায় রয়েছে বিশাল সম্ভাবনা
দক্ষিণ এশিয়া সৌর বিদ্যুৎ উৎপাদনে বৈশ্বিক নেতৃত্ব দিতে পারে— এমন মন্তব্য এসেছে এনার্জি ট্রানজিশনস কমিশনের (ইটিসি) প্রকাশিত আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে। সৌর ও বায়ু বিদ্যুৎ বর্তমানে জীবাশ্ম জ্বালানির তুলনায় অধিক সাশ্রয়ী, এবং প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে টেকসই।
প্রতিবেদন মূল বিষয়গুলো তুলে ধরে:
বাংলাদেশের প্রেক্ষাপটে আশাবাদী বিশ্লেষণ: জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, “বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানির খরচ কমছে। জমি বরাদ্দ ও ট্রান্সমিশন খরচ নিয়ন্ত্রণ করা গেলে সৌর বিদ্যুৎ একটি সম্ভাবনাময় বিকল্প হয়ে উঠবে।”
অবকাঠামো ও নীতিমালার সুপারিশ:
ইটিসির চেয়ারম্যান লর্ড অ্যাডেয়ার টার্নার বলেন, “বিশ্বজুড়ে সৌর ও বায়ু বিদ্যুতের খরচ ৫০% পর্যন্ত কমে আসবে। এটি জীবাশ্ম জ্বালানির তুলনায় অনেক বেশি সাশ্রয়ী হবে