ভিএসকে ডায়মন্ড অ্যান্ড জুয়েলারির মালিক ভিসাঙ্ক সঞ্জয়ের স্বর্ণ ফেরত দিলো আদালত
দুবাই থেকে ঢাকায় আসার পথে লাগেজ বদলের ঘটনায় জটিলতায় পড়ে ২০২১ সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকার স্বর্ণ জব্দ করে কাস্টমস। ভিএসকে ডায়মন্ড অ্যান্ড জুয়েলারির ভারতীয় বংশোদ্ভূত মালিক ভিসাঙ্ক সঞ্জয় কোথারির লাগেজে থাকা ২২৫৭.১৮৬ গ্রাম স্বর্ণ ভুলবশত নিয়ে আসেন প্রবাস ফেরত শাহজাহান মিয়া। বিমানবন্দরের স্ক্যানার মেশিনে ধরা পড়ার পর শাহজাহানকে আটক করে কারাগারে পাঠানো হয়।
তবে লাগেজে থাকা ইনভয়েজের সূত্র ধরে পুলিশ নিশ্চিত হয়—স্বর্ণের প্রকৃত মালিক ভিসাঙ্ক সঞ্জয় কোথারি। ঘটনায় দুবাই পুলিশে অভিযোগ জানান তিনি। শাহজাহান মিয়ার বিরুদ্ধে তখন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আওতায় মামলা দায়ের করে ঢাকা কাস্টমস হাউজ।
পরবর্তীতে তদন্তে সত্যতা উদ্ঘাটনের পর শাহজাহান মুক্তি পান এবং ২০২২ সালে দৈনিক সমকালে প্রতিবেদন প্রকাশিত হয়: ‘এক পুলিশ কর্মকর্তার তদন্তে রক্ষা পেলেন প্রবাস ফেরত শাহজাহান’।
চার বছর পর, ২০২৫ সালের ১৪ জুলাই আদালতের নির্দেশে প্রকৃত মালিক ভিসাঙ্ক কোথারিকে তার স্বর্ণ ফেরত দেওয়া হয়। ঢাকায় বাংলাদেশি ও দুবাই রাষ্ট্রদূত অফিসের প্রতিনিধিদের উদ্যোগে ঘটনাটি সমাধানে সহায়তা পাওয়া যায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান শেখ বলেন, “দীর্ঘ তদন্ত শেষে ৯ জুলাই আদালত আদেশ দেন এবং ১৪ জুলাই কাস্টমস তা বাস্তবায়ন করে।”
স্বর্ণ বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার বিল্লাল হোসেন, দুবাই ডিপলোমেটিক অ্যাফেয়ার্স অফিসার ক্যাপ্টেন বিডার আল জাফিন ও ব্যবসায়ী ভিসাঙ্ক সঞ্জয় কোথারি।