গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক সহকারী স্থপতিকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর প্রমাণিত অভিযোগের ভিত্তিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন:
-
গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মনিরুজ্জামান মনি
-
উপবিভাগীয় প্রকৌশলী আবদুল্লা আল মামুন
-
উপবিভাগীয় প্রকৌশলী মোছা. রাহানুমা তাজনীন
-
নির্বাহী প্রকৌশলী ফারহানা আহমেদ
-
সহকারী প্রকৌশলী মফিজুল ইসলাম
-
স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি শিরাজী তারিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এবং সরকারি কর্ম কমিশনের মতামত ও রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত কর্মকর্তাদের প্রতিটি ক্ষেত্রেই তাদের মঞ্জুরিকৃত প্রেষণ বা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর তারা অনুমোদন ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, যার ফলে বিভাগীয় তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।