ত্রিদেশীয় যুব সিরিজে ফাইনালের টিকিট পেয়ে গেল বাংলাদেশের যুবারা। আজ (১ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে মাত্র ৮৯ রানে অলআউট করার পর মাত্র ১৫.১ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে টাইগার যুব দল। চতুর্থ ম্যাচে এই জয়ের ফলে চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সেখানে প্রতিপক্ষ—দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। সব ম্যাচে হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে স্বাগতিক জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের ইনিংস গুঁড়িয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের বোলাররা।
ইকবাল হোসেন: ৬.৩ ওভারে ২৭ রানে ৪ উইকেট
সানজিদ মজুমদার: ২৬ রানে ২ উইকেট
স্বাধীন ইসলাম: মাত্র ১ ওভারেই ২ উইকেট
প্রতিপক্ষের মাত্র চার ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। ওপেনার নাথানিয়েল লাবাঙ্গানা করেন সর্বোচ্চ ২৬ রান।
৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই রিফাত বেগ সাজঘরে ফিরলেও দলের জয় নিশ্চিত করেন আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী।
আজিজুল হাকিম: ৪৯ বলে ৪৭ রান (অপরাজিত)
কালাম সিদ্দিকী: ২০ রান
রিজান: ২১ রান (২ চার, ১ ছয়ে অপরাজিত)
মাত্র ১৫.১ ওভারে ৭ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হলেও মূল লড়াইয়ের আগে রয়েছে প্রস্তুতির সুযোগ।
৬ আগস্ট: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
৮ আগস্ট: জিম্বাবুয়ের বিপক্ষে
১০ আগস্ট: ফাইনাল – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা