বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনে জুলাই যোদ্ধারা, দাবি বাস্তবায়ন না হলে উঠবেন না
রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড় অবরোধ করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে এই কর্মসূচি চলছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে। শুক্রবার বিকেল পর্যন্তও অবরোধ অব্যাহত ছিল। ফলে আশপাশের এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টির মধ্যেও বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। তাঁরা মোড়ের চারপাশে ব্যারিকেড বসিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। শাহবাগ মোড় হয়ে কোনো যানবাহন চলাচল করতে না পারায় মৎস্য ভবন, কাটাবন, ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং শাহবাগ থানার সামনের সড়কে যানচাপ বেড়ে যায় কয়েকগুণ।
মোটরসাইকেল চালকসহ অনেক রাইড শেয়ারকর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, আমরা নিজেরাও জুলাই আন্দোলনে ছিলাম, কিন্তু এখন প্রতিদিন কয়েক ঘণ্টা বেশি সময় রাস্তায় থাকতে হচ্ছে, এতে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। এদিকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার তাদের দাবি উপেক্ষা করায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা আবার আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে— জুলাই শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, পরিবারকে আজীবন সম্মান ও ভাতা, দমন-পীড়নের বিচার এবং সত্য ও ন্যায় কমিশন গঠন।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, “বিক্ষোভকারীরা বৃহস্পতিবার রাতভর শাহবাগ মোড়ে অবস্থান করেছেন। শুক্রবারও দুপুর পর্যন্ত তাঁদের অবস্থান কর্মসূচি চলতে দেখা গেছে। আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা বলেন, “সরকার দাবি পূরণ না করা পর্যন্ত আমরা শাহবাগ ত্যাগ করব না। ছুটির দিন শুক্রবার অফিসমুখী মানুষের চাপ তুলনামূলক কম থাকলেও যানবাহনের স্বল্পতা এবং মোড় অবরুদ্ধ থাকায় গন্তব্যে যেতে অনেককে চরম দুর্ভোগ পোহাতে হয়।