উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের
ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন সে প্রশ্নের উত্তর মিলবে আগামী ৯ সেপ্টেম্বর। ওইদিন অনুষ্ঠিত হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়।
কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ৭ আগস্ট নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট। মনোনয়ন যাচাই হবে ২২ আগস্ট এবং প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট।
যদি সর্বসম্মতভাবে একজন প্রার্থী নির্বাচিত হন, তাহলে ভোটগ্রহণ হবে না। তবে একাধিক প্রার্থী মনোনয়ন দিলে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্ধারিত তারিখেই। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, এবং ফলাফলও সেদিনই প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই, গত ২১ জুলাই রাতে আচমকা পদত্যাগ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠান তিনি, যা পরদিনই গৃহীত হয়।
ধনখড় পদত্যাগের কারণ হিসেবে ‘শারীরিক অসুস্থতা’ উল্লেখ করলেও বিরোধীরা তা মানতে নারাজ। অনেকদিন ধরেই ধনখড়কে সরাতে চেয়ে আসছিল বিরোধী জোট। এমনকি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনা হয়। সেই পটভূমিতে তার পদত্যাগকে বিরোধীরা ‘চাপের ফসল’ বলেই মনে করছেন।