বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী নিয়োগে কোনো সরকারি চুক্তি নেই, প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান
মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে প্রতারণার ঘটনা সামনে আসার পর দেশটিতে গমনেচ্ছু বাংলাদেশিদের সতর্ক করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস দিয়ে গমনেচ্ছু বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ আদায় করছে। এসব কার্যক্রম বাংলাদেশ হাইকমিশনের দৃষ্টিগোচর হয়েছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের মধ্যে বর্তমানে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর বিষয়ে কোনো ধরনের সমঝোতা স্মারক (এমওইউ) বা চুক্তি নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে এখনও সাবাহ প্রদেশের কর্তৃপক্ষ থেকে কোনো নিয়োগ অনুমোদন পাওয়া যায়নি।
হাইকমিশন জানিয়েছে, সরকারিভাবে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত গুজবে কান না দিতে এবং প্রতারক চক্রের ফাঁদে না পড়তে কর্মীদের অনুরোধ জানানো হচ্ছে। ভবিষ্যতে যদি কোনো চুক্তি হয়, তবে তা বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে জানানো হবে।