যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘উসকানিমূলক’ মন্তব্যের জবাবে দুইটি পারমাণবিক সাবমেরিনকে রাশিয়ার কাছে প্রয়োজনীয় এলাকায় মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
মেদভেদেভ রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রব্যবস্থার ‘ডেড হ্যান্ড’ নিয়ে সতর্কবার্তা দেওয়ার পর ট্রাম্প এ পদক্ষেপ নিয়েছেন। ট্রাম্প বলেন, এসব উসকানিমূলক বক্তব্য অনিচ্ছাকৃত বিপর্যয়ের পথ খুলে দিতে পারে। তিনি আশা করেন এবার এমন কিছু ঘটবে না।
তবে সাবমেরিন দুটি কোন অঞ্চলে মোতায়েন করা হয়েছে সে বিষয়ে ট্রাম্প কিছু বলেননি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কার্যালয় এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।