কথামালার রাজনীতি নয়, আমরা জীবনমান উন্নয়নের রাজনীতি শুরু করি”— এমন ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, দেশের জনগণই বিএনপির তথা দেশের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্রদল আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাহসী সংগঠন আখ্যা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের প্রশংসা করে তারেক রহমান বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতাকর্মী হতাহত হয়েছে। তখন ২ হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল। যেই সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানেরা আছে, সেই সংগঠনের কাউকে দমিয়ে রাখা যাবে না।
বিভেদের রাজনীতি নয়, ঐক্যের বার্তা দিয়েছেন। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে যাওয়ার পর এখন বিভেদ নয় বরং ঐক্য ও অগ্রগতি দরকার বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন “বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত দেশে মানুষ আর বিভেদ চায় না।
শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে কারিগরি প্রযুক্তি ও দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। তিনি জানান, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা চালু করা হবে।