মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসায় উচ্ছ্বসিত হলেও তার অদ্ভুত ভাষা ব্যবহার নিয়ে হাস্যরস সৃষ্টি হয়েছে।
শুক্রবার নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ক্যারোলিন একজন তারকায় পরিণত হয়েছেন। তার মুখ, মস্তিষ্ক ও ঠোঁট যেভাবে নড়ে, মনে হয় যেন মেশিনগান চলছে।”তিনি আরও বলেন, “তিনি একজন দুর্দান্ত মানুষ। আমার মনে হয় না তার চেয়ে ভালো প্রেস সচিব আর কেউ পেয়েছে। তিনি অসাধারণ।”
২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিট ট্রাম্পের পঞ্চম প্রেস সচিব। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ক্যারোলিনকে এই দায়িত্ব দিয়েছিলেন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ক্যারোলিনও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন। তিনি বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে গড়ে অন্তত একবার যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন। এজন্য তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল, যদিও পুরস্কারের সময়সীমা ইতোমধ্যে শেষ হয়ে গেছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্প বলেছিলেন, কয়েকদিনের মধ্যে রাশিয়া-ইউক্রেন ও হামাস-ইসরায়েল যুদ্ধ শেষ করবেন। কিন্তু ছয় মাস পার হওয়া সত্ত্বেও এখনো তিনি চূড়ান্ত সফলতার মুখ দেখেননি।