নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। রোববার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
বৈঠকে এনসিপির নিবন্ধন আবেদনে চিহ্নিত কিছু ঘাটতি ও ত্রুটি সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশন নির্ধারিত সময় অনুযায়ী আজই এসব সংশোধিত কাগজ জমা দেওয়ার শেষ দিন ছিল।
এর আগে এনসিপিসহ মোট ১৪৪টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন। প্রাথমিক যাচাই শেষে ইসি বেশ কয়েকটি বিষয়ে তথ্য ঘাটতি শনাক্ত করে, যার মধ্যে এনসিপির ক্ষেত্রেও ছয়টি গুরুত্বপূর্ণ ঘাটতির কথা উল্লেখ করা হয়। এসব ঘাটতির মধ্যে ছিল—দলটির সব জেলা দপ্তরের তালিকা, দুটি জেলা দপ্তরের ভাড়া চুক্তি, ২৫টি উপজেলার সদস্য তালিকা, তহবিলের পরিমাণ ও উৎস সংক্রান্ত বিবরণ, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের সঠিক স্বাক্ষর, এবং দলীয় গঠনতন্ত্র সংবিধান পরিপন্থি নয়—এমন প্রত্যয়নসহ প্রার্থী মনোনয়ন পদ্ধতিতে প্যানেল ব্যবস্থার বৈধতা সংক্রান্ত বিষয়।
ইসির পক্ষ থেকে এসব ঘাটতি পূরণের জন্য মধ্য জুলাইয়ে একটি চিঠি দেওয়া হয় এবং সময়সীমা নির্ধারণ করা হয় ৩ আগস্ট পর্যন্ত। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই আজ প্রয়োজনীয় সংশোধনপত্র জমা দেয় এনসিপি।
প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনের পর রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নতুন করে আবেদনের সুযোগ দেয় নির্বাচন কমিশন। এতে শতাধিক দল আবেদন করে। তবে ত্রুটিমুক্ত ও বৈধ আবেদনসংবলিত দলগুলোকেই নিবন্ধনের সুযোগ দেওয়া হবে বলে আগেই জানিয়েছে ইসি।