ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা ছুটি শেষে আজ রোববার সীমিত পরিসরে খুলেছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে মানসিক চাপ ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এখনই পাঠদান কার্যক্রম চালু করা হয়নি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল শনিবার সন্ধ্যায় বলেন, “আমরা এখনই কোনো ধরনের ক্লাস শুরু করছি না। শিক্ষার্থীদের মানসিক অবস্থা অত্যন্ত জটিল। অনেকে এখনও আতঙ্কগ্রস্ত। তারা যাতে ধীরে ধীরে প্রতিষ্ঠানমুখী হতে পারে, সে জন্যই প্রতিষ্ঠান আংশিকভাবে খোলা রাখা হয়েছে।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কলেজে ইতোমধ্যে কাউন্সেলিং সেবা চালু করা হয়েছে। সেখানে পেশাদার মনোবিদেরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, তাদের অভিজ্ঞতা শুনছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর ব্যবস্থাপনায় একটি অস্থায়ী চিকিৎসা ক্যাম্প চালু রয়েছে। সেখানে শারীরিক পরীক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সম্পর্কেও পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই কলেজ প্রাঙ্গণে এসেছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। একজন অভিভাবক বলেন, “আমার ছেলে এখনও ঘুমের মধ্যে কেঁদে ওঠে। এই ঘটনায় ওর মনে বড়সড় দাগ পড়েছে। আপাতত ক্লাস নয়, কাউন্সেলিংটাই জরুরি।”
উল্লেখ্য, গত সপ্তাহে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই ছিল শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্মচারী। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে ক্ষোভ, শোক এবং নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দুর্ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানটি তিন দফায় ছুটি ঘোষণা করে।
বর্তমানে কলেজ প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং অভিভাবক, শিক্ষক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরবর্তী শিক্ষাকার্যক্রম ধাপে ধাপে শুরু করার প্রস্তুতি নিচ্ছে।