ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে ভারপ্রাপ্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তরুণদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন, দেশের রাজনৈতিক জীবনে প্রতিহিংসার রাজনীতি আর চলতে পারে না। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট “ধানের শীষের জন্য” দিতে হবে।
গত রোববার আয়োজিত এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এই সুযোগ কাজে লাগিয়ে হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।” তিনি আরও বলেন, দেশে গত দেড় দশকে চার কোটি নতুন ভোটার যুক্ত হয়েছেন, কিন্তু ফ্যাসিবাদী চক্র তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে এই অধিকার পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে।
তারেক রহমান বলেন, বাংলাদেশ এখন একটি পরিণত দেশ, যেখানে জনগণ বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি আর চায় না। মানুষ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। বিএনপি আগামী দিনে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলার রাজনীতি করতে চায়। তিনি কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমরা শিক্ষা ব্যবস্থা সংস্কারে কাজ করছি, যাতে শিক্ষার্থীরা স্কুল পর্যায় থেকেই ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারে। শিক্ষাজীবনের শেষে বেকারত্ব থাকবে না।” নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়নে দলের বিশেষজ্ঞরা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন।
বাংলাদেশে তরুণ ফ্রিল্যান্সারদের সফলতা তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমানে ১০ লাখেরও বেশি তরুণ বিদেশি বাজার থেকে কোটি কোটি ডলার আয় করছেন। তবে পেমেন্ট গেটওয়ে নিয়ে সমস্যার কথা উল্লেখ করে দ্রুত এই সমস্যার সমাধান করার অঙ্গীকার ব্যক্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ক্যাম্পাসকে জ্ঞানচর্চা ও গবেষণার নিরাপদ ভূমি হিসেবে গড়ে তোলা হবে। আবাসন সংকট ও খাবারের মান উন্নয়নে ছাত্রদলের পক্ষ থেকে প্রস্তাবনা দিতে আহ্বান জানান।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত দেড় দশকে ছাত্র-জনতা ও শ্রমিকেরা দেশ ও জাতির জন্য প্রাণ উৎসর্গ করেছে। তাদের আত্মত্যাগের উদ্দেশ্য একটি সুন্দর দেশ গঠন করা। তিনি বলেন, শিক্ষার্থীরা চায় ভালো শিক্ষা, চাকরি, কর্মসংস্থান ও সুশাসন। বিএনপির পরিকল্পনা অনুযায়ী আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ছাত্রদল ও যুবসমাজের সম্পৃক্ততা বাড়ানো হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দেশের ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্র প্রতিহত করবে। সমাবেশে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।