দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে মরহুম খাজা মহর আলী চিস্তি (রঃ)’র স্ত্রী এবং দৈনিক আজকের নীরবাংলা ব্যবস্থাপনার সম্পাদক শরীফ হাসান চিস্তির মা মোছাঃ সুফিয়া বেগম, গত মঙ্গলবার (৫ ই আগস্ট) আনুমানিক রাত ১১টা ১ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮০ বছর, মরহুমার জানাজা বাদ জোহর লেজারাস জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে স্বামী খাজা মহর আলী চিশতী (রঃ) পাশে দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন কন্যা, নাতি নাতনি রেখে গেছেন। তার মৃত্যুতে গভির শোক জানিয়েছেন দৈনিক আজকের নীরবাংলা’র প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ, উপদেষ্টা সম্পাদক মোঃ জসিম উদ্দিন খান, সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন, নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎসহ আজকের নীরবাংলা পরিবার বর্গ।