নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গত ৭ আগস্ট সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে উপর্যুপুরি কুপিয়ে হত্যা করে গ্রেফতারকৃতরা। দৈনিক পত্রিকার সাংবাদিক তুহিন হত্যাকান্ডে গ্রেফতারকৃতরা হচ্ছে- কে টু মিজান, তার স্ত্রী গোলাপি, আলামিন, স্বাধীন, সুমন, শাহজালাল ও ফয়সাল। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাব (১) যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।