জুলাই ও আগস্ট মাস মিলিয়ে নতুন একটি মাস চালুর প্রস্তাব দিয়েছেন বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি এই নতুন মাসের নাম রাখার প্রস্তাব করেছেন ‘ইউনুস মাস’।
গাজী টিভির এক সাক্ষাৎকারে গোলাম মাওলা রনি বলেন,
“আপনি নাহিদ মাস, মাহফুজ মাস, ইউনুস মাস যা খুশি দিন, আমাদের কোনো আপত্তি নাই। জুলাই মাস বাদ দিয়ে জুলাই ও আগস্ট এই দু’টি মাস মিলিয়ে করুন ইউনুস মাস। ইউনুস মাস পার্ট ওয়ান হবে ৩৬ তারিখ পর্যন্ত, আর পার্ট টু হবে আগস্টের বাকি দিনগুলো। এতে আগস্টের শেষ ২৫ দিন হবে ইউনুস মাস পার্ট টু।
রনি বলেন, যেহেতু দেশে নানা ধরনের সংস্কার ও পরিবর্তন চলছে, তাই ক্যালেন্ডার সংস্কার করে এ ধরনের মাস চালু করাও সম্ভব। গোলাম মাওলা রনির এ বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।