ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জব্দকৃত সম্পদের ব্যবস্থাপনা নিয়ে হিমশিম খাচ্ছে দুদক!

সাজেদুল ইসলাম বিজয়
আগস্ট ১৩, ২০২৫ ৭:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাজেদুল ইসলাম বিজয় : দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্নীতির অভিযোগে ক্রোক করেছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বাড়ি-গাড়িসহ বিপুল সম্পদ। ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের মে পর্যন্ত দুদক দেশে প্রায় ১ হাজার ৪৫৩ একর জমি, ৭২টি বাড়ি, ১৪০টি ফ্ল্যাট, সাতটি ভবন, ৪০টি প্লট, ১০টি দোকান, ২৩৩টি গাড়ি, একটি ট্রাক, তিনটি জাহাজ, একটি অফিস স্পেস ও একটি পার্ক ক্রোক (অ্যাটাচ) করেছে। আর বিদেশে ৫৮২টি বাণিজ্যিক স্পেস ক্রোক করা হয়েছে। তাছাড়া ৪ হাজার ৯৬০টি ব্যাংক হিসাব, ১৭টি সঞ্চয়পত্র, বিপুল পরিমাণ শেয়ার, ১৯টি বিও হিসাব, তিনটি বীমা পলিসি, নগদ অর্থ, সোনা, বিদেশী মুদ্রা অবরুদ্ধ (ফ্রিজ) করেছে। ক্রোক করা সম্পদ নিয়ম অনুযায়ী দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট রক্ষণাবেক্ষণ করে। কিন্তু জনবলের অভাবে বর্তমানে জব্দকৃত এতো বিপুল সম্পদ রক্ষণাবেক্ষণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে দুদক। দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, দুর্নীতির অভিযোগ জব্দ স্থাবর সম্পদ ক্রোক করার তা থেকে আয় হওয়া অর্থ সংশ্লিষ্ট মালিকের পরিবর্তে রাষ্ট্র পায়। সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের মাধ্যমে দুদক। ওসব সম্পদের ব্যবস্থাপনা করে। দুদকের ওই ইউনিট দুদক সচিবের তত্ত্বাবধানে পরিচালিত হয়। বর্তমানে একজন পরিচালক, দুজন উপপরিচালক, একজন সহকারী পরিচালক ও একজন উপসহকারী পরিচালক দিয়ে সংস্থাটির সম্পদ ব্যবস্থাপনা ইউনিট চলছে। তাছাড়া ওই ইউনিটে একজন ডাটা এন্ট্রি অপারেটর, একজন অফিস সহায়ক, দুজন এএসআই ও একজন পিএ কর্মরত রয়েছেন। আর এতো অল্পসংখ্যক জনবল নিয়ে জব্দকৃত বিপুল পরিমাণ সম্পদ রক্ষণাবেক্ষণ কঠি হয়ে দাঁড়িয়েছে।

সূত্র জানায়, গত এক বছরে দুদক মোট ২৩৩টি গাড়ি ক্রোক করে দুদক। কিন্তু ওসব গাড়ির জন্য কোনো রিসিভার নিয়োগ করা হয়নি। আবার রিসিভার নিয়োগ করা গাড়িরও হদিস মিলছে না। গত ১৩ জানুয়ারি দুদকের মামলায় একটি গাড়ির (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ঘ-৩৫-৩৭০৭) রিসিভার নিয়োগ করা হয়। কিন্তু গাড়িটি দুদক এখনো বুঝেই পায়নি। ক্রোক করা ২৩৩টি গাড়ির মধ্যে ১৫৩টি বাস ও একজন সাবেক সংসদ সদস্যের ১৬টি গাড়িও রয়েছে। রক্ষণাবেক্ষণে এখনো রিসিভার নিয়োগ না হওয়ায় ওসব গাড়ির আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে না। যদিও ১৫৩টি বাসের রিসিভার নিয়োগের বিষয়ে কমিশনে অনুসন্ধানকারী কর্মকর্তা আবেদন করেছেন। কিন্তু ওই কর্মকর্তা এখনো এ বিষয়ে আদালতের আদেশ পাননি। গত ১২ জানুয়ারি সাবেক এক সংসদ সদস্যের জমি, ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পত্তি ও ১৬টি গাড়ি ক্রোক করা হয়। তাছাড়া ১৯টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫৭ কোটি ও যৌথ মালিকানাধীন চার কোম্পানির ১ কোটি ৩৪ লাখ টাকা অবরুদ্ধ করা হয়। কিন্তু ১৬টি গাড়ি ক্রোকের পর কোথায় রাখা হয়েছে দুদকের কাছে ওই তথ্য নেই।

সূত্র আরো জানায়, দুদকের অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে সম্পদের সঠিকতা যাচাই করে তারপর ক্রোকের জন্য আবেদন করার কথা। তাছাড়া ওই কর্মকর্তারই রিসিভার নিয়োগের জন্য আবেদন করার কথা। তাছাড়া সম্পদ ব্যবস্থাপনা ইউনিট তো রয়েছেই। কিন্তু তারপরও কীভাবে ওসব সম্পদ রিসিভার নিয়োগের বাইরে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ক্রোক করা সম্পদ ব্যবস্থাপনার জন্য বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে দুদক নীতিমালা তৈরি করছে। যদিও ফ্রিজ বা ক্রোক আদেশের ক্ষমতা তদন্তকারীর হাতে থাকা প্রয়োজন। কিন্তু আদালত থেকে আদেশ আনতে আনতে অনেক দেরি হয়ে যায়। ততোক্ষণে ব্যাংকের টাকা অপরাধীরা সরিয়ে ফেলে। ফ্রিজ ও ক্রোকের মেয়াদও বাড়ানো জরুরি। সাধারণত অ্যাকাউন্ট ফ্রিজ হলে ছয়-সাত মাস পরে আনফ্রিজ হয়ে যায়।

এদিকে দুদক বিধিমালায় (সংশোধিত, ২০১৯) বলা হয়েছে, স্থাবর সম্পত্তি ক্রোক করা হলে আদেশের অনুলিপি সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রারের কাছে পাঠাতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট বা লকার অবরুদ্ধ করা হলে তার নির্দেশ সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারের কাছে পাঠাতে হবে। শেয়ার, ডিবেঞ্চার বা স্টক ক্রোক করা হলে তার লভ্যাংশ হস্তান্তর ও লেনদেন নিষিদ্ধ করে তার আদেশ সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং প্রয়োজনে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের কাছে পাঠাতে হবে। যানবাহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ পাঠাতে হবে, যেন তারা সেটির ব্যবস্থাপনা করতে পারেন।

অন্যদিকে এ বিষয়ে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট সংশ্লিষ্টদের মতে, জব্দ সম্পদ ব্যবস্থাপনা করতে গিয়ে দম বন্ধ হওয়ার অবস্থা। রিসিভার নিয়োগ করা বাসার ভাড়া সেখানকার সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কের মাধ্যমে আদায় করা হয়। আগামীতে ফাঁকা বাসাগুলো গণপূর্ত দিয়ে পরিমাপ করা হবে, তারপর ভাড়া দেয়া হবে। বিধি অনুযায়ী ক্রোক করা সম্পদ ব্যবস্থাপনা বা রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করা হয়। আদালতের আদেশেই ক্রোক ও রিসিভার নিয়োগ করা হয়। দুদক অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তারা এসব আবেদন করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: