নিজস্ব প্রতিবেদক : মতিঝিলের কুখ্যাত সন্ত্রাসী ইমতিয়াজের নেতৃত্বে দৈনিক স্বদেশ বিচিত্রা অফিসে আজ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এসময় পত্রিকার সম্পাদক অশোক ধর-কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সাংবাদিক ও সংবাদমাধ্যমের উপর এ ধরনের হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি। বিশেষ সংবাদ-এর সম্পাদক-প্রকাশক সায়েদুল ইসলাম বাদল, ভারপ্রাপ্ত সম্পাদক এস.এম. ইমদাদুল হক মিলন, নির্বাহী সম্পাদক সাজেদুল ইসলাম বিজয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন।