বিশেষ প্রতিনিধি : সারাদেশে ভূমি মন্ত্রণালয়ের অধিনে থাকা অফিসগুলোতে চলছে সার্ভার ডাউনের নামে তুঘলকি কারবার। বিগত একমাসের অধিক সময় ধরে এই রহস্যজনক সার্ভার ডাউন থাকায় নামজারী ও ভূমি উন্নয়ন কর আদায় হচ্ছে না। এতে করে ভূমি মন্ত্রণালযের কাজ ব্যাহত হচ্ছে ও সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে । আর ভোগান্তির শিকার হচ্ছে দেশের সাধারণ মানুষ। একদিকে মানুষ সরকারের ওপর ক্ষুব্ধ হচ্ছে, অন্যদিকে নামজারী ও ভূমি উন্নয়ন কর না দিতে পারায় জমি রেজিস্ট্রেশন কাজ ও ব্যাহত হচ্ছে। ফলে দেশে ভূমি সংক্রান্ত জটিলতা আরও দিন দিন বাড়বে বলে ভুক্তভোগীরা মনে করেন। এব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে ফুঁসে উঠতে পারে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট অফিসগুলোতে কাজ করা কর্মকর্তা-কর্মচারীরা।