নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরা ১৩নং সেক্টরে অবস্থিত স্টাইপেন্ড একাডেমিক কেয়ার-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে 'কোয়ালিটি এডুকেশন ইমপ্রুভমেন্ট' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন স্টাইপেন্ড একাডেমিক কেয়ার-এর ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রফিকুর রহমান।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ। উক্ত সেমিনারের প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষা উদ্যোক্তা আশফাক চৌধুরী (চেয়ারম্যান, এসোশিয়েশন অফ মুসলিম স্কুল, ইউকে)। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান কীভাবে উন্নয়ন ঘটানো যায় সে বিষয়েও আলোকপাত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের একাডেমিক প্রধান এবং নির্বাহী পরিচালক মো: এনামুল হক। তিনি সেমিনারের প্রাক্কালে আয়োজনের উদ্দেশ্য কী- তা উপস্থিত সকলের নিকট ব্যক্ত করেন। তিনি স্টাইপেন্ড একাডেমিক কেয়ার-এর কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে বলেন- মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটানো ও শিক্ষিত বেকার জনগোষ্ঠীর সময় উপযোগী নানা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি করাই এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য, যারা দেশ ও দেশের বাইরে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করা মধ্য দিয়ে এদেশের সার্বিক সমৃদ্ধি ও উন্নয়নে কাজ করবে। তিনি আরো বলেন 'স্টাইপেন্ড একাডেমিক কেয়ার' এর কার্যক্রম মূলত তিন ধরনের হবে। একাডেমিক, এডমিশন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তরায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকগণ ও শিক্ষানুরাগী। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাকিলা আক্তার। তিনি সেমিনারে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সবার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া চেয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে এসোশিয়েশন অফ মুসলিম স্কুল, ইউকে এর চেয়ারম্যান জনাব আশফাক চৌধুরী ও স্টাইপেন্ড একাডেমিক কেয়ার-এর চেয়ারম্যান শাকিলা আক্তারের মধ্যে একটি যৌথ কর্মসূচির চুক্তি স্বাক্ষরিত হয়। সেমিনারে আগত সকলকে আপ্যায়ন করায় 'ঠাণ্ডা-গরম' উত্তরা ব্রাঞ্চ।