নিজস্ব প্রতিবেদক: ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, বাচসাস নেতা আমাদের প্রিয় সিনিয়র সাংবাদিক বাদল আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ৭টায় টিকাটুলিস্থ নিজ বাসভবনে হৃদ ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে সাংবাদিক মহল ও শিল্পীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আক্তার আহম্মেদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পাক্ষিক বিশেষ সংবাদ'র সম্পাদক-প্রকাশক সায়েদুল ইসলাম বাদল, ভারপ্রাপ্ত সম্পাদক এসএম ইমদাদুল হক মিলন, নির্বাহী সম্পাদক সাজেদুল ইসলাম বিজয় ও চিফ রিপোর্টার সামিউল হাসান টলমল সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক বাদল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।