নিজস্ব প্রতিবেদক: পাক্ষিক 'বিশেষ সংবাদ'র সম্পাদক-প্রকাশক সিনিয়র সাংবাদিক সায়েদুল ইসলাম বাদলের ৬০তম জন্মদিন ২ সেপ্টেম্বর। ৫৯ বছর পূর্তি।
১৯৬৬ সনের ২ সেপ্টেম্বর রাজধানীর মগবাজার নয়াটোলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি আশির দশকে বিভিন্ন জাতীয় দৈনিকে কবিতা লিখতেন। জাতীয় কবি সংগঠন 'অনুপ্রাস'-এর সদস্য ছিলেন তিনি। ওই সময় তিনি ছিলেন সাভার থানা রোড থেকে প্রকাশিত সাপ্তাহিক 'দর্পণ'-এর বার্তা সম্পাদক।
১৯৯১-এর ১ জানুয়ারি দৈনিক 'ভোরের ডাক' পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দৈনিকে যাত্রা শুরু করেন। এরপর তিনি দৈনিক 'আজকের কাগজ', 'দৈনিক পত্রিকা', দৈনিক 'লাল সবুজ', দৈনিক 'রূপালী'সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন। তিনি দৈনিক 'ভোরের পাতা' পত্রিকার চিফ রিপোর্টার, দৈনিক 'ডেসটিনি'র চিফ ক্রাইম রিপোর্টার (সিনিয়র স্টাফ রিপোর্টার), দৈনিক 'দিনের আলো'র বার্তা সম্পাদক, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক 'আজকের নীরবাংলা' পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাপ্তাহিক 'খবরের কাগজ', সাপ্তাহিক 'মুদ্রা', সাপ্তাহিক 'অপরাধ চিত্র', সাপ্তাহিক 'আজকের কথা'সহ বিভিন্ন সাপ্তাহিক, পাক্ষিক ও অনলাইনে কাজ করেছেন।
'বিশেষ সংবাদ' পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সম্পাদক এসএম ইমদাদুল হক মিলন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।