নিজস্ব প্রতিবেদক: রাজপথের কর্মী আকরাম হোসেন টুটুলকে হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্তি করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান আজ ১৫ সেপ্টেম্বর সোমবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এবিএম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে, হাতিরঝিল থানা বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করতে আপনি যথাযথ ভূমিকা পালন করবেন বলে দল আশা রাখে।
এদিকে আকরাম হোসেন টুটুলকে হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক করায় এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।