মানুষের জীবনে চলার পথে দৈনিক
বেশি ভুল নাকি নির্ভুল কোনটা সঠিক?
সঠিকের পরিচ্ছন্ন পথের এত আলো
ইহকাল ও পরকালের সবটাই ভালো।
বিপথের আঁধারে চলার প্রতি পদে পদে
কেবলই বাঁধা বিপত্তি ক্ষতিগ্রস্ত বিপদে;
জানার পরও মানুষ কেন করে এত ভুল?
নিজ দোষে জাপটে ধরে অশান্তির কূল।
পৃথিবীতে এত বই পুস্তক আর প্রশিক্ষণ,
গুরুজনের আদেশ উপদেশ সারাক্ষণ,
সর্বদাই তারা করতে আছে সাবধান
মাথার উপরে যেনা নির্ভুলের নিশান।
ভুল করি তারপরে খুঁজি তার কারণ
তার আগে মানি কি গুরুজনের বারণ?
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।	
                        
                                                
                                                
                        
                        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                                                            