উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ায় প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন তামিলনাড়ুর ক্রিকেটার এন জগদীশন। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দ্য ওভালে শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে তিনি ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় পন্তের ডান পায়ে আঘাত লাগে। স্ক্যান করে দেখা যায়, তার পায়ে চিড় ধরেছে। পন্তের জায়গায় এর আগের দুটি টেস্টে কিপিংয়ের দায়িত্ব পালন করেছেন ধ্রুব জুরেল। জগদীশন আপাতত তাকেই ব্যাকআপ হিসেবে দলে যোগ দেবেন। ২৯ বছর বয়সী জগদীশন এরই মধ্যে ভিসা পেয়ে গেছেন এবং মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) লন্ডনে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
জগদীশনের ক্যারিয়ারের পরিসংখ্যান
২০১৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন জগদীশন। এখন পর্যন্ত ৭৯ ইনিংসে ৩৩৭৩ রান করেছেন, যার গড় ৪৭.৫০। তার ঝুলিতে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ১৪টি ফিফটি। তার ক্যারিয়ার সেরা ইনিংসটি ছিল ২০২৪ সালের জানুয়ারিতে চণ্ডীগড়ের বিপক্ষে, যেখানে তিনি ৩২১ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন।
গত দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জগদীশন। ২০২৩-২৪ মৌসুমে তিনি ১৩ ইনিংসে ৭৪.১৮ গড়ে ৮১৬ রান এবং ২০২৪-২৫ মৌসুমে ১৩ ইনিংসে ৫৬.১৬ গড়ে ৬৭৪ রান করেন।
যদিও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারত ‘এ’ দলে তার নাম ছিল না, তবে গত এক বছরে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স প্রোগ্রামে নির্বাচিত খেলোয়াড়দের তালিকায় ছিলেন জগদীশন। ব্যাটসম্যান হিসেবে বিভিন্ন ব্যাটিং পজিশনে খেলার সক্ষমতাও দেখিয়েছেন তিনি, যা তাকে টেস্ট দলের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন করে তুলেছে।

                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    