ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চিত্রনায়ক জসীমের ছেলে রাতুল আর নেই: বাবার কবরেই শায়িত হলেন রক ব্যান্ডের এই শিল্পী

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুল আর নেই। রোববার (২৭ জুলাই ২০২৫) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আজ সোমবার (২৮ জুলাই ২০২৫) সকালে তাকে বনানী কবরস্থানে তার বাবা, প্রয়াত চিত্রনায়ক জসীমের কবরে সমাহিত করা হয়েছে। রাতুলের বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর।

রাতুলের আকস্মিক মৃত্যুতে তার দুই ভাই এ কে সামীএ কে রাহুল গভীরভাবে শোকাহত। সকালে বাবার কবরে ভাইকে দাফনের পর তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়স্পর্শী পোস্ট করেছেন। রাতুলের ছোট ভাই এ কে সামী তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “আমি মাত্রই ছোট ভাইটাকে সমাহিত করে এলাম। তবে বড় ভাই এ কে রাহুল-এর পোস্টটি ছিল একটু ভিন্ন ও মর্মস্পর্শী। তিনি তার প্রয়াত বাবা জসীম ও ভাই রাতুলের একটি পুরোনো ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, বাবা জসীমের কোলে ছোট্ট শিশু রাতুল হাসিমুখে দাঁড়িয়ে আছেন। ক্যাপশনে রাহুল মাত্র দুটি শব্দে লিখেছেন, “একসঙ্গে থেকো।

রাতুল ছিলেন বাংলাদেশী রক সঙ্গীতের পরিচিত মুখ। তিনি ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট এবং শব্দ প্রকৌশলী হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়। সর্বশেষ ২০২১ সালে তাদের ইপি ‘এইটিন’ প্রকাশিত হয়েছিল।

নিজের ব্যান্ড ছাড়াও রাতুল অন্যান্য সঙ্গীত প্রকল্পে কাজ করেছেন। জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’-এর ‘ফিনিক্সের ডায়েরি-১’ অ্যালবামের সাউন্ডের কাজ করে তিনি প্রশংসা কুড়িয়েছিলেন।

জসীম এবং তার স্ত্রী পুনম জসিমের তিন সন্তানের মধ্যে রাতুল ছিলেন মেজো। তার বড় ভাই এ কে সামী ‘ওন্ড’ ব্যান্ডের ড্রামার এবং ছোট ভাই এ কে রাহুল ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গে যুক্ত।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: