ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আমার মস্তিষ্ক নিয়ে গবেষণা করো প্লিজ’, চিরকুটে বন্দুকধারী

অনলাইন ডেস্ক
জুলাই ২৯, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের এনএফএল করপোরেট অফিসে বন্দুকধারীর হামলা, তদন্তে উঠে আসছে মস্তিষ্কজনিত রোগ সিটিই এবং অতীত ফুটবল খেলার যোগসূত্র

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের এনএফএল করপোরেট অফিসে হামলাকারীর পকেট থেকে পাওয়া এক চিরকুটে উঠে এসেছে তার ভয়াবহ মানসিক অবস্থা ও মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হওয়ার তথ্য। চিরকুটে লেখা ছিল, “আমার মস্তিষ্কটা গবেষণা করো প্লিজ, আমি দুঃখিত”—যা তদন্তকারীদের নজর কাড়ে এবং তার অতীত জীবনের নানা দিক উন্মোচন করে।

বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা (২৭), যিনি লাস ভেগাসের বাসিন্দা এবং অতীতে ফুটবল খেলতেন। পুলিশের সূত্র জানায়, তামুরা ক্রনিক ট্রম্যাটিক এনসেফালোপ্যাথি (সিটিই) রোগে ভুগছিলেন, যা দীর্ঘ সময় ধরে মাথায় আঘাত পাওয়ার ফলে হয়ে থাকে এবং সাধারণত আমেরিকান ফুটবল খেলোয়াড়দের মধ্যে বেশি দেখা যায়।

চিরকুটে তিনি উল্লেখ করেন, “টেরি লং ফুটবল আমাকে সিটিই দিয়েছে… তুমি এনএফএলের বিরুদ্ধে যেতে পারো না, ওরা তোমাকে গুঁড়িয়ে দেবে।” উল্লেখ্য, টেরি লং ছিলেন পিটসবার্গ স্টিলার্সের সাবেক খেলোয়াড়, যিনি সিটিই-তে আক্রান্ত হয়ে ২০০৫ সালে আত্মহত্যা করেন।

পুলিশ কমিশনার জেসিকা টিশ সংবাদ সম্মেলনে বলেন, বন্দুকধারী একটি বিএমডব্লিউ গাড়িতে এসেছিলেন এবং গাড়ির ভেতর থেকে রাইফেল, লোডেড রিভলবার, ম্যাগজিন ও ওষুধ উদ্ধার করা হয়েছে। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট না হলেও, মানসিক অসুস্থতা এবং ব্যক্তিগত যন্ত্রণা স্পষ্টভাবে দৃশ্যমান।

এই ঘটনা আমেরিকান ফুটবল, খেলোয়াড়দের নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে নতুনভাবে আলোচনার সুযোগ তৈরি করেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: