রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ভারতের প্রতি প্রশ্ন রেখে বলেন, শেখ হাসিনা তো বাংলাদেশের নাগরিক এবং মুসলমান, তাঁকে কেন ভারত পুশইন করছে না? যে সব দুর্বৃত্ত ভারতে পালিয়ে গেছে, তাঁদেরকেও কেন পুশইন করা হচ্ছে না?
তিনি বলেন, ভারতে হাজার হাজার বাঙালি মুসলমান রয়েছেন, যাঁরা বহু শতাব্দী ধরে দেশটিতে বাস করছেন। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাঁদের জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। সরকারের উচিত তাঁদের পুশব্যাক করা। রিজভী আরও অভিযোগ করেন, ভারত বাংলাদেশে তাদের পছন্দের সরকার চায়। জনগণ সে সরকারকে পছন্দ করুক না করুক, তাতে ভারতের কিছু আসে যায় না। তাঁরা তাঁদের মনোনীত ব্যক্তিকে রাখতে চান। এর মানে, এটি করে প্রভুত্বকারী বা সাম্রাজ্যবাদী দেশগুলো। তাই ভারত মন খারাপ করছে।
তিনি বলেন, যদি বিএনপির নামে কেউ অন্যায় বা অপরাধ করে, পুলিশকে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এছাড়া আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল।