ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নাম প্রত্যাহারের অনুরোধ জানালেন নূরুল কবীর

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটিতে সদস্য হিসেবে থাকা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সোমবার ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে রেখে কমিটির নতুন গেজেট প্রকাশ করেছে। কমিটিতে সাংবাদিক সংগঠন, সম্পাদক পরিষদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ বার কাউন্সিলের প্রতিনিধিরা রয়েছেন।

তবে মঙ্গলবার রাতে ফেসবুকে প্রেস কাউন্সিলের নতুন কমিটি থেকে নিজের নাম প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন নিউ এজ সম্পাদক নূরুল কবীর। তিনি জানান, গেজেট প্রকাশের আগে সরকারের পক্ষ থেকে তার সম্মতি নেয়া হয়নি এবং তিনি এই কমিটিতে থাকতে চান না। তিনি আরো বলেন, তথ্য মন্ত্রণালয় তার নাম ভুল বানানে গেজেটে প্রকাশ করেছে, যা তার অনুমতি ছাড়া হয়েছে। অতীতে একাধিক সরকার তাকে প্রেস কাউন্সিলে থাকার জন্য অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

নূরুল কবীরের ফেসবুক স্ট্যাটাসে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেন, সম্পাদক পরিষদ আইন অনুযায়ী প্রেস কাউন্সিলে মনোনয়ন জমা দিয়েছে এবং তারা ধরে নিয়েছে যে সম্পাদক পরিষদ তার সাথে যোগাযোগ করেছে। তিনি বলেন, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ছাড়া অন্য কেউ মনোনয়ন দেয়ার ক্ষমতা রাখেন না। তিনি আশা প্রকাশ করেন প্রেস কাউন্সিল ও সম্পাদক পরিষদ বিষয়টি ব্যাখ্যা দেবে।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা আখতার হোসেন খান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব মো. ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।

গত ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে তিন বছরের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: