নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কেএম মাজহারুল ইসলাম জোসেফকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
কেএম মাজহারুল ইসলাম জোসেফ এই সময় বলেন, সংবাদপত্র হকাররা সংবাদপত্র শিল্পের একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের ছাড়া সংবাদপত্র শিল্পের ধারনা করা কঠিন। তারা প্রতিদিন পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দেন, যা তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, হকাররা সংবাদপত্র পাঠকের বাড়ি বা অফিসে পৌঁছে দেন, যা সংবাদ পৌঁছানোর একটি প্রধান মাধ্যম। তাই তাদের অবদানকে অস্বীকার করা যায় না। তিনি হকারদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের উন্নয়নে কাজ করার আহ্বান জানান এবং বলেন, তারা সবসময় তাদের পাশে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ‘আজকের নীরবাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন, দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ রবি হোসেন, নবনির্বাচিত সভাপতি ছানাউল করিম শিপলু, সহ সভাপতি রাহাত হোসেন, সম্পাদক মেহেদী হাসান, সহ সাধারণ সম্পাদক নাছির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ইমরান, প্রচার সম্পাদক সুজন মিয়া, সদস্য সালাউদ্দিন পাঠান, সাহাদাত হোসেন ও রিয়াজুল ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।