আসন্ন জাতীয় নির্বাচনের সময়সূচি সম্পর্কে শিগগিরই ঘোষণা আসবে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সংস্কার ও চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, আগামী নির্বাচনের তারিখ কবে ঘোষণা করা হবে। জবাবে আইন উপদেষ্টা বলেন, “ওয়েট করেন, কিছু দিনের মধ্যেই ঘোষণা শুনবেন।”
তিনি আরও বলেন, “নির্বাচনি কার্যক্রম তো নির্বাচন কমিশন পরিচালনা করবে। আমরা শুধু সরকারের পক্ষ থেকে আমাদের অবস্থান ও উদ্দেশ্যের কথা বলতে পারি। আমাদের স্পষ্ট নিয়ত রয়েছে—বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার। এটাই আমাদের প্রধান উপদেষ্টার (সৈয়দ গোলাম মুরশেদ) সব সময়ের নির্দেশনা।”
আইন উপদেষ্টা এ সময় আইন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ ও বাস্তবায়নাধীন কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, বিচার বিভাগের ডিজিটালাইজেশন, মামলা জট কমানো এবং বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, “আমরা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষায় প্রয়োজনীয় সব আইনগত সহায়তা দিতে প্রস্তুত আছি। নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে, এবং সরকার সেই পথেই তাদের সর্বাত্মক সহায়তা দেবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন সচিব, যুগ্ম সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।