রাজধানীর মতিঝিল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এই আদেশ দেন। পুলিশি আবেদনের প্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত দেন।
কারাগারে পাঠানো তিনজন হলেন—মহসীন রেজা (৪৫), রিমন খান (২১) ও রায়হান খান (২২)। তাদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা, এবং থানায় অনধিকার প্রবেশসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ৩০ জুলাই রাত সাড়ে ৯টার দিকে আসামিরা বেআইনিভাবে একত্রিত হয়ে মতিঝিল থানায় প্রবেশের চেষ্টা করেন। কর্তব্যরত পুলিশ সদস্য তাদের বাধা দিলে তারা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে থানার ভিতরে ঢুকে পড়েন। এরপর তারা ওসি তদন্তের কক্ষে গিয়ে উচ্চস্বরে চিৎকার করে বলেন, “আপনি কোন সাহসে বাংলার বানী অফিসে পুলিশ পাঠালেন?” এই সময় তারা টেবিল চাপড়ে ওসির কাছে কৈফিয়ত দাবি করতে থাকেন।
থানার ভেতরে এ ধরনের আচরণে উপস্থিত সাধারণ নাগরিকরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় আটক তিনজনসহ অজ্ঞাতনামা আরও ৩০–৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, এই তিনজনের বিরুদ্ধে এর আগেও গুলশান এলাকায় একটি বাড়ি দখলের চেষ্টা করার অভিযোগ রয়েছে, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। সেই ঘটনার জের ধরেই তারা থানায় হামলা চালিয়েছে বলে পুলিশের ধারণা।
জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও তাদের সহযোগীদের নাম জানাতে অস্বীকৃতি জানায়। পুলিশ জানায়, তদন্ত চলাকালীন তাদের জামিনে মুক্তি পেলে তারা পলাতক হতে পারেন এবং মামলার তদন্তে প্রভাব ফেলতে পারেন।