ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মতিঝিল থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৩ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩১, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মতিঝিল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এই আদেশ দেন। পুলিশি আবেদনের প্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত দেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন—মহসীন রেজা (৪৫), রিমন খান (২১) ও রায়হান খান (২২)। তাদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা, এবং থানায় অনধিকার প্রবেশসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ৩০ জুলাই রাত সাড়ে ৯টার দিকে আসামিরা বেআইনিভাবে একত্রিত হয়ে মতিঝিল থানায় প্রবেশের চেষ্টা করেন। কর্তব্যরত পুলিশ সদস্য তাদের বাধা দিলে তারা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে থানার ভিতরে ঢুকে পড়েন। এরপর তারা ওসি তদন্তের কক্ষে গিয়ে উচ্চস্বরে চিৎকার করে বলেন, “আপনি কোন সাহসে বাংলার বানী অফিসে পুলিশ পাঠালেন?” এই সময় তারা টেবিল চাপড়ে ওসির কাছে কৈফিয়ত দাবি করতে থাকেন।

থানার ভেতরে এ ধরনের আচরণে উপস্থিত সাধারণ নাগরিকরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় আটক তিনজনসহ অজ্ঞাতনামা আরও ৩০–৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, এই তিনজনের বিরুদ্ধে এর আগেও গুলশান এলাকায় একটি বাড়ি দখলের চেষ্টা করার অভিযোগ রয়েছে, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। সেই ঘটনার জের ধরেই তারা থানায় হামলা চালিয়েছে বলে পুলিশের ধারণা।

জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও তাদের সহযোগীদের নাম জানাতে অস্বীকৃতি জানায়। পুলিশ জানায়, তদন্ত চলাকালীন তাদের জামিনে মুক্তি পেলে তারা পলাতক হতে পারেন এবং মামলার তদন্তে প্রভাব ফেলতে পারেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: