ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পেনশনের শোকে আর্থিক সংকটে চলে গেলেন সিনিয়র নার্স ফ্রান্সিলিয়া গোমেজ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের অবসর প্রাপ্ত সিনিয়র ষ্টাফ নাস ফ্রান্সিলিয়া গোমেজ অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। গত ২৬ জুলাই রাতে তার দীর্ঘদিনের কর্মস্থল ভিক্টোরিয়া হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২৭ জুলাই দুপুরে মাসদাইর কেন্দ্রীয় খ্রীষ্টান কবরস্থানে সমাধি করা হয়।

২০২১ সালের জুলাই মাসে চাকুরী হতে অবসরে যান ফ্রান্সিলিয়া গোমেজ।অবসর নেয়ার প্রায় ৫ বছর অতিবাহিত হতে চললেও এখনো পর্যন্ত পেনশন সুবিধা না পাওয়ায় মানসিক টেনশনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। জানা যায়, ডিস্ট্রিক একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোঃ আনোয়ার হোসেন ও জেলা সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান,সিভিল সার্জন অফিসের জুনিয়র অফিসার আমিনুল হক, সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক নুরে আলম,ভিক্টোরিয়া হাসপাতালের হিসাবরক্ষক নুরুল আমিন কে দাবীকৃত ঘুষের টাকা প্রদান না করায় ফাইল আটক করে রেখেছেন। এমনকি ডিসি ও সির্ভিল সার্জনের লিখিত পত্র দেয়া সত্বেও নানান বাহানায় ফ্রান্সিলিয়া গোমেজের ফাইলটি তালাবদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আনোয়ার হোসেনের বক্তব্য জানার জন্য গণমাধ্যম কর্মীরা তার অফিসে গেলে বসতে দেয়াতো দুরের কথা অসৌজন্যমূলক আচরণ করেন। ফ্রান্সিলিয়া গোমেজ ১৯৮৪ সালে ৪ এপ্রিল জুনিয়র নাস হিসেবে কর্মজীবন শুরু করেন।

একই প্রতিষ্ঠানে সুনামের সহিত ৩১ বছর চাকুরী করে ২০০১ সালের ৪ এপ্রিল তিনি অবসরে চলে যান। হাসপাতাল কর্তৃপক্ষ সম্মানের তাকে বিদায় জানান। শিক্ষাগত সনদের একটি ভূল থাকায় তার অবসরকালীন পেনশন সহ বেতন আটক করে রাখেন দূর্নীতিবাজ একাউন্ট অফিসার আনোয়ার হোসেন। অথচ নার্সিং অধিদপ্তর, জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসক পর্যন্ত সিনিয়র ষ্টাফ নার্স ফ্রান্সিলিয়া গোমেজ অবসরকালীন ও পরের সকল সুযোগ সুবিধা প্রদান করতে লিখিত পত্র দেয়া হলেও আনোয়ার হোসেন কে তার দাবীকৃত ঘুষের টাকা না দেওয়ায় অনুমোদন প্রদান না করে তালবাহানা শুররু করেন। জানা যায়,আওয়ামী লীগের দোসর আনোয়ার হোসেন গত ১৭ বছর আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে সকল কর্মকর্তা কর্মচারীদের ভয়ের মধ্যে রেখেছিলেন এবং বর্তমানেও বহাল রেখেছেন। দূর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে তার এক ছেলেকে আমেরিকায় পড়ালেখা করাচ্ছেন। এমনকি বিস্তর ধন সম্পদের মালিক বনে গেছেন। যা পর্যায়ক্রমে সংবাদ প্রকাশ হবে। ফ্রান্সিলিয়া গোমেজ মেঝো ছেলে বিনয় দেউড়ী বলেন,আনোয়ার হোসেন স্যারের কাছে ২০ বারের বেশী গেছি। আনোয়ার হোসেন স্যার বলেছেন,সিভিল সার্জন মানি ফর ম্যানেজ তাহলে আমি কেন বাদ থাকবো।সিভিল সার্জনের বাবার টাকা যে কইলে দিয়া দিমু।

এছাড়াও সিভিল সার্জন অফিস ও ভিক্টোরিয়া হাসপাতালে ক্যাশিয়ার নুরুল আমিন,আমিনুল হক ঘুষের টাকার জন্য ৫ বছর ফাইল আটক রাখায় মৃত্যুর আগে অর্থাভাবে চিকিৎসা না করতে পারায় মারা যান। ফ্রান্সিলিয়া গোমেজ। কোন ধরনের ঘুষ দিতে রাজি না হওয়ায় গত ৪ বছর যাবত ফ্রান্সিলিয়া গোমেজের ফাইল আটকে রেখেছেন জেলা অডিট এন্ড একাউন্টস অফিসার আনোয়ার হোসেন। বিনয় দেউড়ী বলেন, যারা ঘুষের টাকার জন্য আমার মারপেনশনের ফাইল আটকে রেখেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে রবিবার হাইকোর্টে রিট করবো। পরে সিভিল সার্জন মানবিক কারনে বার বার অনুরোধ করলেও তিনি তাতে কর্নপাত করেননি। এ ব্যাপারে আনোয়ার হোসেনের বক্তব্য জানার জন্য তার কার্যালয়ে গেলে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

ক্যামেরা সামনে কথা বলতে রাজি না হলেও পরে উত্তেজিত কন্ঠে বলেন,আপনারা আর কোন নিউজ পাননা।এখানে কেন আসছেন।আমি কি জানতাম তিনি ১০ বছরে মেট্রিক্স পাশ করেছেন। তারাই ( সিভিল সার্জন) অফিস তো আমাকে, মন্ত্রণালয়ে,দূর্নীতিদমন অফিসে জানিয়েছে। উনি তো ২৪ বছর বয়সে সরকারী চাকুরীতে জয়েন করেছেন। এত বছর কেন দেখলেন না। ডিসি ও সিভিল সার্জন তো ফ্রান্সলিয়া গোমেজের পেনশন সুবিধা দিতে লিখিত পত্র দিয়েছে কেন দিচ্ছেন না এমন প্রশ্নের জবাবে বলেন,আমি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে বললে আমি দিয়ে দিব। সেখানে খোঁজ নেওয়ার পরামর্শ দেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: