ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার ৮ দফা প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় সংখ্যালঘু অধিকার আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর সহিংসতা চলমান, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নেতাদের অভিযোগ

সংখ্যালঘু অধিকার আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ৮ দফা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, ২০২৪ সালের ১৩ আগস্ট সংখ্যালঘু শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তা, ক্ষতিপূরণসহ ৮ দফা দাবি বাস্তবায়নে প্রতিশ্রুতি দেন। সেই বৈঠকে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও উপস্থিত ছিলেন। তবে প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তরুণ রায়, সংগঠনের উত্তরাঞ্চল সংগঠক। এছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত বল্লভ, সুস্মিতা কর ও সুমন ত্রিপুরা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সুস্মিতা কর।

নেতারা বলেন, বাংলাদেশে নির্বাচনকালীন সহিংসতায় সংখ্যালঘুদের ওপর বারবার হামলা হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ৫ আগস্ট সরকারের পদত্যাগের পর থেকে অন্তত ৩৫টি জেলায় সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, প্রতিমা ভাঙচুরসহ নানা সহিংসতা চালানো হয়েছে।

তারা বলেন, ৮ শতাংশ সংখ্যালঘু জনগোষ্ঠীর মতামত নিয়ে ৮ দফা পুনর্গঠন ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: