ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

প্রায় ৫ কোটি টাকা খোরপোশ দাবি, ‘সুগার ড্যাডি’ লেখা জামা পরে আদালতে চহাল!

ভারত রির্পোটার
আগস্ট ১, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিচ্ছেদ মামলা নিয়ে মুখ খুললেন ভারতীয় লেগ স্পিনার

ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চহাল ও ধনশ্রী বর্মার বিচ্ছেদ মামলা ঘিরে নতুন আলোচনার জন্ম দিলেন চহাল নিজেই। বৃহস্পতিবার আদালতে চূড়ান্ত শুনানিতে হাজির হয়ে তিনি একটি “নিজেই নিজের সুগার ড্যাডি হও” লেখা টি-শার্ট পরে আসেন, যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।

দু’জনের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। বিচ্ছেদ মামলা চলাকালীন পরস্পরের বিরুদ্ধে তোপ দাগেন দু’জনেই। তবে চূড়ান্ত শুনানির দিন চহালের জামার বার্তা যেন নতুন মাত্রা যোগ করল। জামার বার্তাটি অনেকেই মনে করছেন, ধনশ্রীর ‘প্রায় ৫ কোটি টাকার খোরপোশ’ দাবির জবাব। মামলার শুনানি শেষে চহাল সাংবাদিকদের বলেন, বিচ্ছেদ নিয়ে কোনও নাটক করতে চাইনি। শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম সেটাই দিয়েছি।

তিনি আরও বলেন, প্রথমে কিছু বলিনি। কিন্তু উল্টো দিক থেকে একের পর এক মন্তব্য আসছিল। মনে হয়েছিল, যথেষ্ট হয়েছে। আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু নিজের অবস্থানটা পরিষ্কার করেছি। সুগার ড্যাডি’ লেখা জামা ও প্রতিক্রিয়া চহালের কালো রঙের টি-শার্টে সাদা অক্ষরে লেখা ছিল—“Be your own sugar daddy”। তার এই জামার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করেছেন, এটি সরাসরি প্রাক্তন স্ত্রীর উদ্দেশেই বার্তা। এর আগেও ধনশ্রী বিভিন্ন সময় চহালের বিরুদ্ধে ‘আর্থিক দায় এড়িয়ে চলা’ সহ একাধিক অভিযোগ এনেছিলেন। তবে চহাল বরাবরই প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করতে বিরত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: