বিচ্ছেদ মামলা নিয়ে মুখ খুললেন ভারতীয় লেগ স্পিনার
ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চহাল ও ধনশ্রী বর্মার বিচ্ছেদ মামলা ঘিরে নতুন আলোচনার জন্ম দিলেন চহাল নিজেই। বৃহস্পতিবার আদালতে চূড়ান্ত শুনানিতে হাজির হয়ে তিনি একটি “নিজেই নিজের সুগার ড্যাডি হও” লেখা টি-শার্ট পরে আসেন, যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।
দু’জনের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। বিচ্ছেদ মামলা চলাকালীন পরস্পরের বিরুদ্ধে তোপ দাগেন দু’জনেই। তবে চূড়ান্ত শুনানির দিন চহালের জামার বার্তা যেন নতুন মাত্রা যোগ করল। জামার বার্তাটি অনেকেই মনে করছেন, ধনশ্রীর ‘প্রায় ৫ কোটি টাকার খোরপোশ’ দাবির জবাব। মামলার শুনানি শেষে চহাল সাংবাদিকদের বলেন, বিচ্ছেদ নিয়ে কোনও নাটক করতে চাইনি। শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম সেটাই দিয়েছি।
তিনি আরও বলেন, প্রথমে কিছু বলিনি। কিন্তু উল্টো দিক থেকে একের পর এক মন্তব্য আসছিল। মনে হয়েছিল, যথেষ্ট হয়েছে। আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু নিজের অবস্থানটা পরিষ্কার করেছি। সুগার ড্যাডি’ লেখা জামা ও প্রতিক্রিয়া চহালের কালো রঙের টি-শার্টে সাদা অক্ষরে লেখা ছিল—“Be your own sugar daddy”। তার এই জামার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করেছেন, এটি সরাসরি প্রাক্তন স্ত্রীর উদ্দেশেই বার্তা। এর আগেও ধনশ্রী বিভিন্ন সময় চহালের বিরুদ্ধে ‘আর্থিক দায় এড়িয়ে চলা’ সহ একাধিক অভিযোগ এনেছিলেন। তবে চহাল বরাবরই প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করতে বিরত ছিলেন।