২৪টি বাড়ি, দামি গাড়ি, ৪০ একর জমি, নগদ টাকা ও গয়নায় স্তম্ভিত তদন্তকারী দল
মাত্র ১৫ হাজার টাকা বেতনের একজন সরকারি কেরানি কীভাবে ৩০ কোটির সম্পত্তির মালিক? এই প্রশ্নই এখন ঘুরছে কর্নাটক জুড়ে। রাজ্যের কোপ্পাল জেলায় লোকায়ুক্ত পুলিশের অভিযানেই ফাঁস হয়েছে কালকাপ্পা নিদাগুন্ডি নামের এক প্রাক্তন কেরানির অবিশ্বাস্য সম্পদের চিত্র।
লোকায়ুক্ত পুলিশের মতে, অভিযুক্ত কালকাপ্পার মালিকানায় থাকা সম্পত্তির তালিকায় রয়েছে—
২৪টি বাড়ি, ৪০ একর জমি, কয়েক লক্ষ টাকার গাড়ি, বিপুল পরিমাণ গহনা ও নগদ টাকা। একযোগে ৪১টি স্থানে তল্লাশি, শুক্রবার (১ আগস্ট) কোপ্পালে চূড়ান্ত অভিযান চালায় লোকায়ুক্ত টিম। তবে শুধু এখানেই নয়, বেঙ্গালুরু আরবান, মাইসুরু, টুমাকুরু, কালবুর্গি এবং কোদাগু জেলা-সহ মোট ৪১টি স্থানে তল্লাশি চালানো হয়েছে। এই অভিযান শুরু হয়েছে গত ২৩ জুলাই থেকে। ধাপে ধাপে উঠে এসেছে কোটি কোটি টাকার হিসাব।
কালকাপ্পা নিদাগুন্ডি কাজ করতেন কর্নাটক রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড (KRIDL)-এ। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগ ছিল। এবার সেই অভিযোগ বাস্তবে রূপ নিয়েছে। লোকায়ুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি কেরানির বেতনের সঙ্গে এই সম্পদের কোনো সামঞ্জস্য নেই। এক তদন্তকারী কর্মকর্তা বলেন, আমরা সম্পদ হিসাব করে হতবাক। বেতন হিসেবে যা পেতেন, তা দিয়ে তো এই গহনার ভাড়াও দেওয়া সম্ভব নয়।
লোকায়ুক্ত সূত্রে জানা গেছে, সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি দুর্নীতি দমন আইনে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।