ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে আরও ৩৯ বাংলাদেশিকে। শনিবার সকালে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ইমিগ্রেশন পুলিশের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আগে এ দফায় ফেরত আসার সংখ্যা ৬০ জন উল্লেখ করা হলেও পরে তা সংশোধন করে পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি সূত্র ৩৯ জন ফেরত আসার কথা জানায়। এর আগে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র থেকে মোট ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে মানবিক আচরণ করছে এবং কাউকে হাতকড়া পরানো হয়নি। ফেরত পাঠানোর আগেই বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে মানবিক আচরণের বিষয়টি গুরুত্বসহকারে জানানো হয়, যা তারা মেনে চলছে।
অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো প্রক্রিয়া তদারকায় যুক্তরাষ্ট্রের ‘অফিস অব হোমল্যান্ড সিকিউরিটি’, ‘ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন’ এবং ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ নামক তিনটি সরকারি দপ্তর কাজ করে আসছে।
২০ জানুয়ারি শপথ নেওয়ার পর ২৯ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে অবৈধ অভিবাসীদের স্বদেশ প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করেন। ভারতের মতো অন্যান্য দেশ থেকেও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়। তবে এই প্রক্রিয়ায় অনেক সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।