ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির পর যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো ৩৯ বাংলাদেশি চার্টার্ড ফ্লাইটে শনিবার সকালেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন বাংলাদেশিরা

বিশেষ সংবাদ প্রতিবেদক
আগস্ট ২, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে আরও ৩৯ বাংলাদেশিকে। শনিবার সকালে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ইমিগ্রেশন পুলিশের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগে এ দফায় ফেরত আসার সংখ্যা ৬০ জন উল্লেখ করা হলেও পরে তা সংশোধন করে পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি সূত্র ৩৯ জন ফেরত আসার কথা জানায়। এর আগে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র থেকে মোট ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে মানবিক আচরণ করছে এবং কাউকে হাতকড়া পরানো হয়নি। ফেরত পাঠানোর আগেই বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে মানবিক আচরণের বিষয়টি গুরুত্বসহকারে জানানো হয়, যা তারা মেনে চলছে।

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো প্রক্রিয়া তদারকায় যুক্তরাষ্ট্রের ‘অফিস অব হোমল্যান্ড সিকিউরিটি’, ‘ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন’ এবং ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ নামক তিনটি সরকারি দপ্তর কাজ করে আসছে।

২০ জানুয়ারি শপথ নেওয়ার পর ২৯ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে অবৈধ অভিবাসীদের স্বদেশ প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করেন। ভারতের মতো অন্যান্য দেশ থেকেও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়। তবে এই প্রক্রিয়ায় অনেক সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: