ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রায়েরবাজার গণকবরে শায়িত ১১৪ শহীদকে শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু পরিবার চাইলে মরদেহ নিয়ে যেতে পারবে নিজ গ্রামে

ঢাকা প্রতিবেদক
আগস্ট ২, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

রায়েরবাজার গণকবরে শায়িত ১১৪ শহীদের মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। শহীদদের পরিবার চাইলে তাদের মরদেহ নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফনের সুযোগও থাকবে।

শনিবার সকালে রায়েরবাজার গণকবর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, “ডিএনএ পরীক্ষা করে যদি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়, তবে পরিবার চাইলে তা হস্তান্তর করা হবে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ-পরবর্তী ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, মূলত তাদের মরদেহই রয়েছে এই গণকবরে। দীর্ঘদিন ধরে অজ্ঞাত হিসেবে শায়িত এসব শহীদের কবরগুলো নিয়ে শহীদ পরিবারগুলোর মধ্যে এক ধরনের অস্পষ্টতা ছিল। এবার সেটির নিরসন চায় সরকার।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্তের এই উদ্যোগকে তিনি একটি “ঐতিহাসিক দায়িত্ব পালন” বলে আখ্যা দেন।

উপদেষ্টা বলেন, “শুধু হত্যার বিচার নয়, শহীদদের মর্যাদা নিশ্চিত করাও আমাদের কর্তব্য।” এ সময় তিনি আরও বলেন, “দেশের সবচেয়ে বড় সমস্যা এখন দুর্নীতি। এই ব্যাধির বিরুদ্ধে মিডিয়াকে আরও সক্রিয় হতে হবে।”

রায়েরবাজার পরিদর্শনের আগে তিনি মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

ডিএনএ পরীক্ষার জন্য শহীদদের পরিবারদের জাতীয় পরিচয়পত্রসহ তথ্য সংগ্রহ শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে পরীক্ষার কাজ শুরু হবে বলে জানা গেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: