জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সর্বত্রই ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক ঘোষণা করেছে। তবে কিছু বিশেষ শ্রেণির করদাতাদের জন্য পেপার রিটার্ন জমা দেওয়ার সুবিধা রাখা হয়েছে। রোববার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, ৬৫ বছর বা তার উপরে বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা যারা সনদপত্র দাখিল করবেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা ইচ্ছা করলে অনলাইনের বদলে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।
২০২৫-২৬ করবর্ষের জন্য রিটার্ন দাখিলের প্রক্রিয়া আগামী সোমবার থেকে শুরু হবে। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
যদি কেউ ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনের কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তবে তারা ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক ব্যাখ্যা সহ আবেদন করলে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনে পেপার রিটার্ন জমা দিতে পারবেন।
গত বছর অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ার পর প্রায় ১৭ লাখ করদাতা এই সুবিধা গ্রহণ করেন বলে এনবিআর জানায়।
এনবিআর আরও জানিয়েছে, করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন।
অতএব, অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টার ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যম থেকে সার্বক্ষণিক সেবা পাওয়া যাবে।