ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশের সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করলো এনবিআর

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩, ২০২৫ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সর্বত্রই ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক ঘোষণা করেছে। তবে কিছু বিশেষ শ্রেণির করদাতাদের জন্য পেপার রিটার্ন জমা দেওয়ার সুবিধা রাখা হয়েছে। রোববার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, ৬৫ বছর বা তার উপরে বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা যারা সনদপত্র দাখিল করবেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা ইচ্ছা করলে অনলাইনের বদলে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

২০২৫-২৬ করবর্ষের জন্য রিটার্ন দাখিলের প্রক্রিয়া আগামী সোমবার থেকে শুরু হবে। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

যদি কেউ ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনের কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তবে তারা ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক ব্যাখ্যা সহ আবেদন করলে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনে পেপার রিটার্ন জমা দিতে পারবেন।

গত বছর অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ার পর প্রায় ১৭ লাখ করদাতা এই সুবিধা গ্রহণ করেন বলে এনবিআর জানায়।

এনবিআর আরও জানিয়েছে, করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন।
অতএব, অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টার ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যম থেকে সার্বক্ষণিক সেবা পাওয়া যাবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: