ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ চট্টগ্রাম ক্লাবে মৃত অবস্থায় উদ্ধার

মোঃ ইমরান হোসেন
আগস্ট ৪, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা এম হারুন-অর-রশীদ (৭৫) চট্টগ্রাম ক্লাবের একটি গেস্ট রুম থেকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে ক্লাবের ৩০৮ নম্বর কক্ষের বারান্দার কাচ ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, ঢাকায় বসবাসকারী এম হারুন রোববার বিকেলে চট্টগ্রামে এসে ক্লাবের ভিআইপি রুমে উঠেছিলেন। রাতে তিনি একটি বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং রাত পৌনে ১১টার দিকে ক্লাবে ফেরেন। কক্ষে ঢোকার আগে ব্রেকফাস্টের সময়ও জেনে নিয়েছিলেন তিনি।

সোমবার সকালে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ে কক্ষ থেকে না বের হওয়ায় এবং ফোনে যোগাযোগ না হওয়ায় সন্দেহ সৃষ্টি হয়। পরে পরিবারের সদস্যরা ও প্রটোকল টিমের সদস্যরা ক্লাব কর্মকর্তাদের সহায়তায় বারান্দার গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখনই তার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়।

চট্টগ্রাম কেতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান জানান, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামের চিকিৎসকরা ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের দেহ পরীক্ষা করেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

নাতিদীর্ঘ এই সফরে চট্টগ্রামে তার একটি মামলায় আদালতে হাজিরা দেয়ার কথা ছিল বলে জানান পরিবারের সদস্য এনাম আহমেদ। সে কারণেই তিনি ঢাকা থেকে চট্টগ্রাম এসেছিলেন।

উল্লেখ্য, এম হারুন-অর-রশীদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর দশম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বীরপ্রতীক খেতাবে ভূষিত একজন মুক্তিযোদ্ধা। অবসরের পর তিনি ডেসটিনি গ্রুপে ব্যবসায় যুক্ত হন এবং এ সংক্রান্ত মামলায় কারাবরণও করেন।

ময়নাতদন্তের সিদ্ধান্ত এখন তার পরিবারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: