ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আবারও ভাঙলো জাতীয় পার্টি: ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান ও এবিএম রুহুল আমিন হাওলাদার মহাসচিব

সাজেদুল ইসলাম বিজয়
আগস্ট ৯, ২০২৫ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

সাজেদুল ইসলাম বিজয়:  আবারো ভাঙ্গলো এরশাদের জাতীয় পার্টি-জাপা। এরশাদের অনুজ জিএম কাদেরের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান এবং এ বি এম রুহুল আমীন হাওলাদার মহাসচিব হয়েছেন। আজ শনিবার (৯ আগস্ট) গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত দলের দশম জাতীয় কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়। কাউন্সিলে সিনিয়র কো-চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে কাজী ফিরোজ রশীদকে এবং নির্বাহী চেয়ারম্যান হয়েছেন সাবেক মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। নতুন নেতারা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছে।

গত ৭ জুলাই জাপা চেয়ারম্যান জিএম কাদের মুজিবুল হক চুন্নুকে সরিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব করলে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমীন হাওলাদার এতে ক্ষোভ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে জিএম কাদের ব্যারিষ্টার আনিস, কাজী ফিরোজ রশীদ, রুহুল আমীন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, বাবলা, শহীদুর রহমান টেপা, অধ্যাপক দেলোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দকে পার্টি থেকে বহিষ্কার করেন।

এর বিরুদ্ধে আদালতে রীট করলে চেয়ারম্যান হিসাবে জিএম কাদেরের কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: