সাজেদুল ইসলাম বিজয়: আবারো ভাঙ্গলো এরশাদের জাতীয় পার্টি-জাপা। এরশাদের অনুজ জিএম কাদেরের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান এবং এ বি এম রুহুল আমীন হাওলাদার মহাসচিব হয়েছেন। আজ শনিবার (৯ আগস্ট) গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত দলের দশম জাতীয় কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়। কাউন্সিলে সিনিয়র কো-চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে কাজী ফিরোজ রশীদকে এবং নির্বাহী চেয়ারম্যান হয়েছেন সাবেক মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। নতুন নেতারা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছে।
গত ৭ জুলাই জাপা চেয়ারম্যান জিএম কাদের মুজিবুল হক চুন্নুকে সরিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব করলে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমীন হাওলাদার এতে ক্ষোভ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে জিএম কাদের ব্যারিষ্টার আনিস, কাজী ফিরোজ রশীদ, রুহুল আমীন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, বাবলা, শহীদুর রহমান টেপা, অধ্যাপক দেলোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দকে পার্টি থেকে বহিষ্কার করেন।
এর বিরুদ্ধে আদালতে রীট করলে চেয়ারম্যান হিসাবে জিএম কাদেরের কার্যক্রম স্থগিত ঘোষণা করে।