ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বাখরাবাদে জমি লিজ দেওয়ার চেষ্টার প্রতিবাদে পরিবহন শ্রমিক ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাইফুল ইসলাম পলক,
আগস্ট ৯, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম পলক, কুমিল্লা থেকে:  কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্যাস ক্ষেত্র সংলগ্ন সিএনজি অটোরিকশা স্টেশন এবং বাজারের কিছু অংশ লিজ দেয়ার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী, হকার ও পরিবহন শ্রমিকরা। শনিবার বিকেলে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের বাখরাবাদ বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাখরাবাদ বাজারের সিএনজি অটোরিকশা স্টেশন ও সড়কের দুই পাশের খালি জায়গাগুলোতে দরিদ্র মানুষরা হকারী ব্যবসা করে তাদের সংসার চালায়। বিনিময়ে কাউকে কোন টাকা দিতে হয় না। কিন্তু বর্তমানে গরীব মানুষের রুটিরুজির এই জায়গাটাকে লিজ দেয়ার অপচেষ্টা করছে বাখরাবাদ গ্যাসস্টেশন কর্তৃপক্ষ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে সারাদেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে। এই বাখরাবাদ বাজারে যারা লিজের নামে চাঁদাবাজির পথ তৈরী করতে চাচ্ছেন তাদেরকে জনগণের স্বার্থে প্রতিহত করা হবে। বাখরাবাদ কর্তৃপক্ষ গ্যাসের পাইপের জন্য ঝুঁকি দাবি করে দোকানগুলো উচ্ছেদ করেছে। তাহলে এখন আবার কিভাবে লিজ দেয়ার অপচেষ্টা করছে? মনে রাখবেন, এর পরিনাম ভাল হবে না।

এসময় বক্তব্য রাখেন- ব্যবসায়ী মোস্তফা কামাল, ওমর ফারুক, আবদুল আলীম, জহিরুল ইসলাম, মোসাব্বের হোসেন, সাব্বির হোসেন প্রমুখ। এছাড়া রূপ মিয়া, বাহাদুর, রাশেদ মিয়া, সফিকুল ইসলাম, ফাহিম আশরাফ, রোমান, নেয়ামুল, হাসানসহ কয়েক শত ব্যবসায়ী, হকার ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: