ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ভিকি জাহেদ ও আফরান নিশো ফিরছেন ‘আকা’ নিয়ে, নাবিলার প্রথম পূর্ণাঙ্গ ওটিটি সিরিজ

বিনোদন ডেস্ক
আগস্ট ১১, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বহুল আলোচিত জুটি পরিচালক ভিকি জাহেদ ও অভিনেতা আফরান নিশো আবারও ফিরছেন নতুন গল্প নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে তাদের নতুন সিরিজ ‘আকা’। এতে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা এটাই তার প্রথম পূর্ণাঙ্গ ওটিটি সিরিজ। এর আগে তিনি শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে তুফান ছবিতে অভিনয় করে বড় পর্দায় অভিষেক করেছিলেন।

নেটিজেনদের মধ্যে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, বড় পর্দায় অভিষেকের পর নিশো ওটিটিতে ফিরছেন। অবশেষে সেই খবর সত্যি হলো। প্রায় তিন বছর পর ওটিটির জন্য কাজ করলেন তিনি। ‘আকা’ প্রসঙ্গে নিশো বলেন, আমি সিরিজটি নিয়ে আশাবাদী। দর্শক নিশ্চয়ই ভিন্ন স্বাদের কিছু পাবেন।

পরিচালক ভিকি জাহেদ জানান, আকা নির্মাণ আমার কাছে এক আবেগের যাত্রা। এটি আমার প্রথম সামাজিক থ্রিলার। দর্শকদের সঙ্গে এক ধরনের এক্সপেরিমেন্ট করেছি, প্রতিক্রিয়াই জানিয়ে দেবে সেটা কতটা সফল হয়েছে। নিশো ভাইয়ের সঙ্গে বহু কাজ করলেও সিরিজে এটাই প্রথম। নাবিলা আপুও দারুণ সহযোগী ছিলেন।

নাবিলা বলেন, আকা’ আমার জন্য বিশেষ একটি কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে আমি খুব আনন্দিত। আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্র নয়, পুরো গল্পকেই আপন করে নেবেন।

ন্যায়–অন্যায়, শোধ–প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশ্রণে নির্মিত হয়েছে সিরিজটি। ঢাকার বিভিন্ন লোকেশনে শুট হওয়া আকা মুক্তি পাবে চলতি সেপ্টেম্বরেই হইচইতে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: