এম.এ কাদের, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবরে অভিযান চালাতে যাওয়া এক পুলিশ কর্মকর্তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। গত সোমবার রাত ২টার দিকে বন্দর থানাধীন ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ ১৬ জনকে আটক করে। আহত ওই পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানার এসআই হিসেবে কর্মরত রয়েছেন। এসআই আবু সাঈদের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে সল্টগোলা এলাকায় একটি ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ খবর পেয়ে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় উপপরিদর্শক আবু সাঈদ রানাকে এলোপাতাড়ি কোপানো হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার জানান, আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী এলাকাজুড়ে যৌথ অভিযান শুরু করেছে। নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, গত সোমবার রাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজন ঝটিকা মিছিল বের করে। পুলিশ তাদের ধরতে অভিযানে গিয়েছিল। সেখানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক এসআইকে কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।
সিএমপির বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবরে অভিযান পরিচালনা করতে গিয়ে এক এসআই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে।