সায়েদ বাদল: যোগ্য নেতার যোগ্য নেতৃত্বে মাত্র ৩ মাস পার না হতেই ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র মাধ্যমে দারুন এক সুখবর দিলেন ডিএমসিএসএল’র বর্তমান সিইও বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিংয়ের জনক ড. মোহাম্মদ রফিকুল আমীন।
যে কোনো কোম্পানিতে যোগ্য মানুষ দায়িত্বে থাকলে তার সুফল শুধু কোম্পানিই নয়, সংশ্লিষ্ট সবাই ভোগ করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য ডেসটিনির ১৭৩/২২ এর অদক্ষ বোর্ড গত ৪ বছরে দৃশ্যমান কোনো সাফল্যই দেখাতে পারেনি। অপরদিকে, রফিকুল আমীন ৩ মাস আগে মাল্টিপারপাসের দায়িত্বে এসে এরই মধ্যে ক্রেতা-পরিবেশকদের জন্য এক যুগান্তকারী সুখবর দিলেন। আর তিনি যে সত্যিই ট্যালেন্ট, আবারও তা প্রমাণ করলেন। তার অভূতপূর্ব সিদ্ধান্তে যারা অন্য কোনো কাজে যুক্ত হননি, তাদের জন্য এটি হবে এক যুগান্তকারী পদক্ষেপ।
আগামী ১২ মাস ডেসটিনি মাল্টিপারপাস থেকে প্রতি মাসে ছোট ও সহজ শর্তে সুদ বিহীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সংসার চালানোর জন্য ঋণ নিতে পারবেন। যে সমস্ত শর্ত পূরণ করতে হবে তা এতই সহজ যেকোনো ব্যক্তির পক্ষেই সেগুলো সহজে পূরণ করা সম্ভব।
আদালত কর্তৃক চাপিয়ে দেয়া বোর্ড দীর্ঘ ৪ বছরে কয়েকটি মিটিং ব্যতীত তেমন কিছুই করতে পারেনি। অথচ ডেসটিনির সাবেক এমডি মোহাম্মদ রফিকুল আমীন দায়িত্ব পাওয়ার মাত্র ৩ মাসের মধ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারীদেরকে জানান দিলেন, ডেসটিনির এমডি হিসাবে পুনরায় দায়িত্ব পেলে তিনি বিনিয়োগকৃত অর্থ ফেরতসহ সকল কার্যক্রম দ্রুত চালু করতে সক্ষম। একমাত্র তার দ্বারাই তা সম্ভব।
ডেসটিনির ৪৫ লাখ কর্মীরা তাই আশা করেন, বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিংয়ের জনক ড. মোহাম্মদ রফিকুল আমীনকে পুনরায় ডেসটিনির এমডি হিসেবে দায়িত্ব দিলে অচিরেই বৃহৎ পরিসরে চালু হবে ডেসটিনি। আবারও মুখরিত হবে পুরো বাংলাদেশ।