ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সুচরিতা ও তার মেয়ে স্নেহার পথ এখন ভিন্ন

বিনোদন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুচরিতা, যার আসল নাম বেবি হেলেন। বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি নাম। অভিনয় জীবনের শুরু ১৯৬৯ সালে শিশু শিল্পী হিসেবে, আর এরপর দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও সার্থক চলচ্চিত্র।

সুচরিতার ব্যক্তিগত জীবনও ছিল বেশ ঘটনাবহুল। তাঁর প্রথম স্বামী ছিলেন প্রখ্যাত চিত্রনায়ক জসিম। তবে তাঁদের দাম্পত্য জীবন খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে তিনি বিয়ে করেন চলচ্চিত্র প্রযোজক কেএমআর মঞ্জুরকে। এই সংসারেও নানা চড়াই উৎরাই পেরিয়ে তিনি একসময় বিচ্ছিন্ন হন।

এই সব উত্থান-পতনের মাঝেও সুচরিতা কখনো পিছিয়ে যাননি। কাজের প্রতি একাগ্রতা ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে তিনি অভিনয় জগতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

সুচরিতার মেয়ের নাম স্নেহা। সুচরিতার জীবনের গর্ব। স্নেহা পড়াশোনার জন্য গিয়েছিলেন বিদেশে এবং সেখান থেকে উচ্চশিক্ষা নিয়ে ফিরে এসেছেন। বর্তমানে তিনি ঢাকার অভিজাত এলাকা বারিধারায় একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করছেন। মিডিয়া বা গ্ল্যামার জগত নয়, বরং শিক্ষা ও জ্ঞানের পথে চলাই স্নেহার পছন্দ।

সুচরিতার জীবন যেন এক চলচ্চিত্রের মতোই নাটকীয়তা, প্রেম, সংগ্রাম, সাফল্য আর শেষ পর্যন্ত একজন মা হিসেবে মেয়ের সাফল্যে প্রশান্তি। এইভাবেই অভিনেত্রী সুচরিতা ও তাঁর মেয়ে স্নেহা- দুজনেই আলাদা অঙ্গনে নিজ নিজ পরিচয়ে উজ্জ্বল।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: