বিনোদন ডেস্ক: বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুচরিতা, যার আসল নাম বেবি হেলেন। বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি নাম। অভিনয় জীবনের শুরু ১৯৬৯ সালে শিশু শিল্পী হিসেবে, আর এরপর দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও সার্থক চলচ্চিত্র।
সুচরিতার ব্যক্তিগত জীবনও ছিল বেশ ঘটনাবহুল। তাঁর প্রথম স্বামী ছিলেন প্রখ্যাত চিত্রনায়ক জসিম। তবে তাঁদের দাম্পত্য জীবন খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে তিনি বিয়ে করেন চলচ্চিত্র প্রযোজক কেএমআর মঞ্জুরকে। এই সংসারেও নানা চড়াই উৎরাই পেরিয়ে তিনি একসময় বিচ্ছিন্ন হন।
এই সব উত্থান-পতনের মাঝেও সুচরিতা কখনো পিছিয়ে যাননি। কাজের প্রতি একাগ্রতা ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে তিনি অভিনয় জগতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
সুচরিতার মেয়ের নাম স্নেহা। সুচরিতার জীবনের গর্ব। স্নেহা পড়াশোনার জন্য গিয়েছিলেন বিদেশে এবং সেখান থেকে উচ্চশিক্ষা নিয়ে ফিরে এসেছেন। বর্তমানে তিনি ঢাকার অভিজাত এলাকা বারিধারায় একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করছেন। মিডিয়া বা গ্ল্যামার জগত নয়, বরং শিক্ষা ও জ্ঞানের পথে চলাই স্নেহার পছন্দ।
সুচরিতার জীবন যেন এক চলচ্চিত্রের মতোই নাটকীয়তা, প্রেম, সংগ্রাম, সাফল্য আর শেষ পর্যন্ত একজন মা হিসেবে মেয়ের সাফল্যে প্রশান্তি। এইভাবেই অভিনেত্রী সুচরিতা ও তাঁর মেয়ে স্নেহা- দুজনেই আলাদা অঙ্গনে নিজ নিজ পরিচয়ে উজ্জ্বল।