নারায়ণগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জশনে জুলুসে উদযাপন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরীতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতে এর সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এর চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ্ এর নেতৃত্বে একটি বিশাল র্যালী অনুষ্ঠিত হয়।
নগরীর নিতাইগঞ্জের বাইতুল ইজ্জত জামে মসজিদ সংলগ্ন সড়ক হতে র্যালীটি বের হয়ে গুরুত্বপূর্ণ এলাকাসমূহ প্রদক্ষিণ করে একইস্থানে এসে র্যালীটি শেষ হয়।
সৈয়দ বাহাদুর শাহ্ বলেন, সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চারিদিক চলমান মব বন্ধ করতে হবে।
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে পায়ে হেঁটে ও যানবাহনে করে স্বতঃস্ফূর্তভাবে মুসল্লীরা র্যালীতে অংশগ্রহণ করেন। পরে বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনা, দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাতে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী আল আবেদী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল হাসান লিংকন, নারায়ণগঞ্জ জেলা জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি মোঃ হাবীবুর রহমান সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    